মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ চেয়ে ভাইরাল বিএনপি নেতা আলাল
দলীয় মনোনয়ন না পেয়ে ব্যতিক্রমী ও শান্তিপূর্ণ প্রতিবাদের অভিনব উদাহরণ তৈরি করেছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেট আম্পায়ারের মতো ‘রিভিউ’ এর আবেদন এমনই এক প্রতীকী প্রতিবাদের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ফেনীর রাজনৈতিক অঙ্গনে আলালের এই ‘রিভিউ প্রতিবাদ’ এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকের মতে, “এটি বিচারবোধের, আবেগের এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির নতুন ভাষা।”
আরও পড়ুন: ৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ
গত শুক্রবার সকালে ফেনী সদর এলাকায় একটি ধানক্ষেতে গিয়ে প্রতিবাদের ভিন্ন ভঙ্গি তুলে ধরেন তিনি। দুই হাত মাথার ওপরে তুলে অধিনায়কের রিভিউ সংকেত দেওয়ার দৃশ্যটি পরে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। আর তাতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে ছবি ও তার বার্তা।
জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে ৩ নভেম্বর ঘোষিত বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম না থাকায় ‘রিভিউ’ চেয়ে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করতেই ছিল তাঁর এই শান্তিপূর্ণ অভিনব প্রতিবাদ।
আরও পড়ুন: কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুকে ‘নো ক্যাপশন’ লিখে পোস্ট করা ছবিটিতে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ফারুক আহম্মেদ নামে একজন মন্তব্য করেন, “আপনার এই ব্যতিক্রমী আবেদনকে স্যালুট জানাই।” আরেকজন লেখেন, “ছবি যখন কথা বলে, তখন ক্যাপশনের প্রয়োজন হয় না।” অনেকেই এ ঘটনায় আলালের রাজনৈতিক পরিপক্বতা ও ইতিবাচক প্রতিবাদের দৃষ্টান্ত তুলে ধরেছেন।
আলালের ঘনিষ্ঠ নেতাকর্মীরা জানান, বিগত দমন-পীড়নের সময় তিনি সংগঠনকে ধরে রেখেছেন, হয়েছেন বহু হামলা-মামলার শিকার। সেই অবদানের প্রেক্ষিতে মনোনয়ন তাঁর প্রাপ্য ছিল বলে দাবি তাদের।
এ বিষয়ে জানতে চাইলে আলাল উদ্দিন আলাল বলেন, “একসময় ফেনীকে ‘লেবানন’ বলা হতো। পরে ‘ফেনী স্টাইল’ নামে নির্বাচনী আলোচনায় স্থান পেয়েছে। কিন্তু সময় বদলাচ্ছে। এখন ফেনী নতুন ভাষায় প্রতিবাদ শিখছে। আমরা দেখাতে চেয়েছি, প্রতিবাদ শান্তিপূর্ণ, সৃজনশীল ও প্রতীকীভাবেও হতে পারে।”
তিনি আরও জানান, “আমার এই প্রতিবাদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা ফেনীর মানুষ যখন দাবি জানায়, তা যুক্তি ও মর্যাদার ভাষায়ও জানাতে পারে। আমি চাই, ফেনী-২ আসনটির মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন বিষয়টি রিভিউ করেন।”
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু।





