নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

Sadek Ali
শ্রী দিপু চন্দ্র গোপ,রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:২৮ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–১ রূপগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে মনোনীত করেছে।

 ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থীর নাম ঘোষণা করেন।

আরও পড়ুন: গাজীপুর-৪: কাপাসিয়ায় বিএনপির প্রার্থী ঘোষণায় আনন্দের বন্যা ,শুকরিয়া আদায়

বিএনপির ঘোষণায় বলা হয়, নারায়ণগঞ্জ–১ আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মনোনীত প্রার্থী। তিনি প্রয়াত গোলবক্স ভূঁইয়ার নাতি ও মজিবুর রহমান ভূঁইয়ার একমাত্র পুত্র। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা দিপু বিএনপির তৃণমূল পর্যায়ে সক্রিয় ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন,দীর্ঘ ১৬ বছর পর ২৩৮ আসনে আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। যারা দীর্ঘদিন দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং জনসম্পৃক্ততা আছে, তাদেরই প্রার্থী করা হয়েছে। তবে শরিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে তালিকায় কিছু পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: সাভারে অবৈধ ৫টি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ–১ রূপগঞ্জ আসনে মনোনয়নের প্রতিযোগিতায় ছিলেন দলটির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, শরীফ আহমেদ টুটুল, দুলাল হোসেন এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। অবশেষে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তে দিপু মনোনয়ন পেয়ে প্রার্থী হিসেবে চূড়ান্ত হন।

ঘোষণার পর রূপগঞ্জে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। অনেকেই মিষ্টি বিতরণ করে প্রিয় প্রার্থীকে অভিনন্দন জানান।