নরসিংদীতে মামলার বাদীকে পথরোধ করে প্রাণনাশের হুমকি
                                        জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের শরণাপন্ন হওয়ায় ক্ষুদ্ধ হয়ে মামলার বাদী ও স্থানীয় এক সাংবাদিকে পথরোধ করে প্রাণনাশের হুমকি দিয়েছেন আঃ বাছেদ ও তার সহযোগীরা।
রবিবার (২ নভেম্বর) রাত পৌঁনে ৯ টায় শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় ব্রীজে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুর-৪: কাপাসিয়ায় বিএনপির প্রার্থী ঘোষণায় আনন্দের বন্যা ,শুকরিয়া আদায়
এবিষয়ে ভুক্তভোগী মামলার বাদী শিবপুর মডেল থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডাইরী (জিডি) করেন।
ভুক্তভোগী এ কে এম তৌহিদুজ্জামান (৪৪) নরসিংদী পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা এবং মরহুম ইঞ্জিনিয়ার মোঃ শামসুজ্জামানের ছেলে। তিনি স্থানীয় ভয়েজ অব নরসিংদী পত্রিকার সম্পাদক এবং দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রবিবার রাত পৌঁনে ৯ টার দিকে শিবপুর থেকে ব্যক্তিগত কাজ শেষে পাটুয়ারপাড় এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী সাংবাদিক। পাটুয়ারপাড় ব্রীজের কাছে এসে পৌঁচ্ছালে শিবপুরের মামুদপুর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে আঃ বাছেদ, ভেলানগর এলাকার মোতালিব হোসেনের ছেলে শরিফ হোসেন সহ অজ্ঞাত আরও ২ জন এ কে এম তৌহিদুজ্জামানের পথরোধ করে। এসময় তারা তৌহিদুজ্জামানের বুকে ও গলায় চাপাতি ও ছুরি ধরে বলে আদালতে চলমান মামলা দুইদিনের মধ্যে উঠিয়ে নিতে। যদি মামলা উঠিয়ে না নেয়, তাহলে তারা তাকে প্রাণে মেরে লাশ গুম করবে বলে হুমকি দেন। ভুক্তভোগী তৌহিদুজ্জামান বলেন, বিবাদী আঃ বাছেদের সাথে আমার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে দুইটি মামলা চলমান রয়েছে। ওই মামলা দুইটির বাদী আমি নিজে। এতে সে ক্ষুদ্ধ হয়ে আমাকে মামলা থেকে বিরত থাকার জন্য ভয়ভীতি ও প্রাণে মারার হুমকি দেন। এবিষয়ে আমি আমার পরিবার ও স্বজনদের সাথে আলোচনা করে আমার নিরাপত্তা চেয়ে সোমবার সকালে থানায় উপস্থিত হয়ে জিডি করি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। আশাকরি আইনশৃঙ্খলা বাহিনী এবিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে।
এবিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন নাগরিক ন্যায় বিচারের স্বার্থে আদালতের শরণাপন্ন এটাই স্বাভাবিক। ন্যায় বিচার চাওয়ার অপরাধে যদি প্রাণনাশের হুমকি পান তবে তা স্বাধীন নাগরিক ও গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করেন অনেকে।





                                                    