প্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বিলুপ্তি: মন্ত্রিপরিষদ বিভাগে প্রজ্ঞাপন জারি
 
                                        উর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত পরামর্শদাতা হিসেবে গঠিত ‘জনপ্রশাসন বিষয়ক কমিটি’ বাতিল করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করে দেওয়া হয়।
ছয় সদস্যের ওই কমিটির সভাপতি ছিলেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সদস্য হিসেবে রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা; সদস্য সচিব হিসেবে শেষ পর্যায়ে দায়িত্ব পালন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আরও পড়ুন: নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: প্রেস সচিব
গত ৮ জানুয়ারি এ কমিটি প্রথম গঠন করা হয়। সময়ের সঙ্গে সদস্যদের পরিবর্তন ঘটে; মার্চে এবং আগস্টে সদস্য সচিবের দায়িত্ব হস্তান্তর এবং সেপ্টেম্বরেই একবার পুনর্গঠন করা হয়। তবে বুধবার জারি প্রজ্ঞাপনে ওই পরামর্শক কমিটি নির্বাহ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে।
কমিটি বিলুপ্তি ও প্রশাসনিক শৃঙ্খলা সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে সরকারি দপ্তর থেকে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন: সেন্টমার্টিন খুললেও জাহাজ না চালানোর ঘোষণা, বিপাকে ভ্রমণপিপাসুরা





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    