গাজীপুর-৪: কাপাসিয়ায় বিএনপির প্রার্থী ঘোষণায় আনন্দের বন্যা ,শুকরিয়া আদায়

Sadek Ali
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫১ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর-৪, কাপাসিয়া থেকে শাহ্ রিয়াজুল হান্নানকে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণায় উপজেলা জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দলীয় মনোনয়ন ঘোষণা করেন।

দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার সময় শাহ রিয়াজুল হান্নান তাঁর নির্বাচনী এলাকা কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নে একটি কর্মশালায় ছিলেন। এসময় সাথে ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা ও উপজেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন ভূঁইয়া মানসুর, সাধারণ সম্পাদক মুকসেদুল হক খান, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল প্রমুখ। এসময় এলাকার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা আনন্দে ফেটে পড়েন। তারা মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় এবং বিশেষ দোয়া করেন। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু