গাজীপুর স্বেচ্ছাসেবক দলের নেতা হালিম মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:২৪ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৯ অক্টোবর ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হালিম মোল্লার আবেদনের প্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় আব্দুল হালিম মোল্লা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ড. ইউনূসকে শহীদ মিনারে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান এনসিপির

তিনি বলেন, দল আমাকে যে আস্থা ও সুযোগ দিয়েছে, আমি সেই আস্থা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। প্রয়োজনে দলের জন্য যেকোনো ত‍্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।

দলীয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি আগের মতোই গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।

আরও পড়ুন: নির্বাচন সময়মতো না-ও হতে পারে, জুলাই সনদ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ: তাহের