জার্মানির বার্লিনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জার্মানির রাজধানী বার্লিনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৭ অক্টোবর, সোমবার বিকেল ৪টায় বার্লিনের স্থানীয় একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জার্মান শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জার্মান বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি
আলোচনা সভায় জার্মান যুবদলের পক্ষ থেকে সভাপতিত্ব করেন জার্মান যুবনেতা আব্দুল হান্নান রুহেল, এবং পরিচালনা করেন সদস্য ও সাবেক বার্লিন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য সাবেক বিএনপির সাধারণ সম্পাদক গনি সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সদ্য সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান।
আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জসিম সিকদার (সদ্য সাবেক বিএনপি সভাপতি), আব্দুর রৌফ মাস্টার (সাবেক বিএনপি সভাপতি), আবু হানিফ গিয়াস উদ্দিন, মোসলেম উদ্দিন (সাবেক যুবদল সভাপতি), সাইদুর রহমান সাইদ, আনহার মীঞা (সাবেক যুববিষয়ক সম্পাদক), সাইদুর রহমান, মাহবুবুর রহমান, বাবলী ভাইসহ আরও অনেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জার্মান শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন— আবু তাহের, একরাম হোসেন, সোহাগ আলী, মো. আরিফুর রহমান, সাহিন আফিন্দী, তারেক রহমান, লিটন প্রিন্স, এম মোরসেদ খান, মোকিত আহমেদ ফাহিম, হাসিব উদ্দিন, মো. মোমিনসহ আরও অনেকে।
স্বেচ্ছাসেবক দলের জার্মান পূর্ব শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন— মো. সোয়েব আহমেদ (আহ্বায়ক), শফিকুল ইসলাম সাগর, রফিকুল ইসলাম রাফি, জাকের হোসেন, সাগর আহমেদ, নাইম উদ্দিন বাহারসহ আরও অনেকে।





