সাভারে অবৈধ ৫টি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা
                                        সাভারে অবৈধভাবে পরিচালিত ৫টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। 
সোমবার ( ৩ নভেম্বর) দিনব্যাপী ডিগ্রেডেড এয়ারশেড (মারাত্মক বায়ুদূষণযুক্ত) এলাকা  সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি ও কলাতিয়াপাড়া এলাকায় পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অঅধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। 
আরও পড়ুন: গাজীপুর-৪: কাপাসিয়ায় বিএনপির প্রার্থী ঘোষণায় আনন্দের বন্যা ,শুকরিয়া আদায়
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স এ এ বি ব্রিকস নামের ইটভাটার কিলন ও চিমনি ভেঙে কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় মেসার্স এম এইচ বি ব্রিকস এবং মেসার্স বি সি এম-৩ ব্রিকস নামের অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে কাঁচা ইট নষ্ট করা হয় এবং প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার ও আশিক আহমেদ, উপ-পরিচালক সৈয়দ আহমেদ কবীর ও মো. ইলিয়াস মাহমুদ, সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন এবং পরিদর্শক মো. শামসুর রহমান, নয়ন কুমার রায়, মো. হাবিবুর রহমান ও এস এম মনজুর-উল-আলম।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ আইন ভঙ্গ করে সাভারে ১০৬টি ইটভাটা দীর্ঘদিন ধরে চলছে এবং ঢাকাসহ আশপাশের এলাকায় মারাত্মক দূষণ সৃষ্টি করছে। আজ ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করে অবৈধ চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ ইটভাটাগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
এদিকে স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিচালিত এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত উচ্ছেদ অভিযানে দুইটি এক্সকেভেটর ব্যবহার করা হয়। ভবিষ্যতে এ ধরনের বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে।





                                                    