শেষ কর্মদিবসেই বিদ্যালয়ে মৃত্যুবরণ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
 
                                        সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম (৬০) তাঁর শেষ কর্মদিবসেই মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
তার বাড়ি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামে।
আরও পড়ুন: আশুলিয়ায় সেনা পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার ছিল তাঁর চাকরি জীবনের শেষ দিন। ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ব্রহ্মগাছা ইউনিয়নের দৈবজ্ঞগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের বলেন, কর্মজীবনের শেষ দিনে এমন মৃত্যু আমাদের ব্যথিত করেছে। তিনি বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। অবসরের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তিনি চাকরি থেকে নয়, জীবন থেকেই বিদায় নিলেন।
আরও পড়ুন: সৌদির কোরবানির মাংস পেল নাজিরপুরের এতিমরা
রায়গঞ্জের সাবেক উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম জানান, ফজলুল করিম মিরের দেউলমুড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হলে তিনি হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন এবং পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সহকর্মীরা জানান, স্কুল, শিক্ষক-শিক্ষার্থীর প্রতি তাঁর গভীর মমত্ববোধ ছিল। বিদ্যালয়ে দাঁড়িয়েই তাঁর জীবনের শেষ অধ্যায়ের পর্দা নেমে গেল।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    