সংবাদ সম্মেলনে এহসানুল হক মিলন
‘নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি’
 
                                        কেনো আমাকে বিদেশে যেতে বাধা দেয়া হলো সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছেন আনম এছসানুল হক মিলন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী সরকারের কাছে এই বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন।
আরও পড়ুন: ইসি যে সিদ্ধান্ত নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই: এনসিপি নেতা হাসনাত
তিনি বলেন, আমি সরকারের কাছে জানতে চাই, কেনো আমাকে বিদেশে যেতে দেও্য়া হলো না? এই সরকার মহান ’২৪ এর গণঅভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ড. প্রফেসর মুহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার গভীর শ্রদ্ধা সন্মান রয়েছে।
আমি বলতে দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকার কোনো সংস্থা বা বিভাগ কারো ভুল তথ্যে বা ষড়যন্ত্রের বিভ্রান্ত হবেন না। আমিসহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক, মানবিক অধিকার রক্ষায় তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।
আরও পড়ুন: এনসিপির ১৭০ আসনে খসড়া প্রার্থী তালিকা প্রস্তুত
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলতে চাই, আমি রাষ্ট্রের প্রতি আনুগত্য ও আইনের শাসন প্রতিষ্ঠার সর্বদা সচেষ্ট আছি এবং থাকবো।
রাষ্ট্রের প্রয়োজন, দেশ ও মানুষের কল্যাণে সরকারের সাথে সর্বাঙ্গীন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।
গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যেতে না দেয়ার ঘটনার স্মৃতিগুলো তুলে ধরেন বিএনপির এই নেতা।
গতকাল সকালে ব্যাংকক যাওয়ার জন্য হয়রত শাহ জালাল আন্তর্জিাতিক বিমান বন্দরে পৌঁছালে এছসানুল হক মিলনকে ইমিগ্রেশন বিভাগ যেতে বাধা দেয়। ফলে তিনি যেতে পারেননি।
পরে অবশ্য এছসানুল হক মিলন গণমাধ্যমকে জানান, ‘আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে ‘মিলন’ নামটি লেখা নেই। আমার ভুলের কারণে ফিরতে হয়েছে। তবে এর বাইরে কোনো ষড়যন্ত্র আছে কিনা জানি না।”





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    