শাপলা কলিসহ ১১৯ টি প্রতিকের প্রজ্ঞাপন জারি নির্বাচন কমিশনের

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:২১ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে ইসি।

সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে তাদের নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছিল। দলটিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও প্রতীক ইস্যুতে জটিলতার কারণে নিবন্ধন সনদ হাতে পায়নি তারা।

আরও পড়ুন: আমরা কীভাবে কী করব, বুঝতে পারছি না: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

ইসির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, কমিশনের গেজেটকৃত ৫০টি বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় ‘শাপলা’ নেই—তাই প্রতীকটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে চিঠিও দেওয়া হয়।

কিন্তু এনসিপি বারবার বৈঠক, চিঠি চালাচালি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেয়—‘শাপলা’ ছাড়া অন্য কোনো প্রতীক তারা নেবে না। প্রয়োজনে রাজপথে নামারও হুমকি দেয় দলটি।

আরও পড়ুন: বিএমএ ‘হল অব ফেইম’-এ নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানের অন্তর্ভুক্তি

অবশেষে নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে ইসি তাদের প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে দলটির দীর্ঘদিনের প্রতীক সংকটের সমাধান হলো।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন