পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করছে আইআরজিসি: আলিরেজা তাংসিরি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:১৯ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্পূর্ণ সক্ষম বলে জানিয়েছেন আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা তাংসিরি। 

শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ ইরানের বুশেহর শহরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: গাজায় শীতের চাপ বাড়ছে, বিপাকে বাস্তুচ্যুত হাজারো মানুষ

তিনি বলেন, এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় বিদেশি শক্তির উপস্থিতি অপ্রয়োজনীয়। পারস্য উপসাগরীয় দেশগুলোই নিজেদের নিরাপত্তা রক্ষা করতে পারে।

জেনারেল তাংসিরি অভিযোগ করেন, বিদেশি শক্তিগুলো নিরাপত্তার অজুহাতে এখানকার দেশগুলোকে অস্ত্র বিক্রি করে এবং নিজেদের ‘অবৈধ উপস্থিতি’ বজায় রাখে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, আজ ইরানের সশস্ত্র বাহিনী—বিশেষ করে আইআরজিসি নৌবাহিনী ও ইরানি সেনাবাহিনীর নৌবাহিনী—পূর্ণ শক্তি নিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করছে। এই কৌশলগত জলপথের নিরাপত্তার জন্য যেসকল শহীদ রক্ত দিয়েছেন, বিশ্ব তাদের কাছে ঋণী।

জানা যায়, আইআরজিসি নৌবাহিনী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে। আর ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে নিরাপত্তার দায়িত্ব পালন করে ইরানি সেনাবাহিনী নৌবাহিনী।

সূত্র: মেহের নিউজ