অবৈধ অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৩৭ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবৈধভাবে গুলিসহ বিদেশি পিস্তল রাখার দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। সম্রাটকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

আরও পড়ুন: অভিযুক্তদের বিচার না হলে জুলাই শহীদ-আহতরা অবিচারভোগী হবে: অ্যাটর্নি জেনারেল

আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত আলী জানান, অস্ত্র আইনের এ মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন দণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, বিভিন্ন অভিযোগে সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে এই প্রথম তার কোনো মামলার রায় ঘোষণা হলো এবং এতে তিনি যাবজ্জীবন সাজা পেলেন।

আরও পড়ুন: শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে ১৩ নভেম্বর