আশুলিয়ায় সেনা পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪
 
                                        সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, গুলি, দেশি অস্ত্র, মাদক ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জামগড়া সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আরও পড়ুন: চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান মিঠুন (২৪), মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মো. জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২৩)।
জামগড়া সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী প্রভাব বিস্তার করে আসছিল। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় টানা পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়।
আরও পড়ুন: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেছে ‘আলোর ঝলক’
অভিযানে সেনা সদস্যরা চারজনকে আটক করতে সক্ষম হন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশসহ যৌথভাবে আরও তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি ৭.৬৫ মিমি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, চারটি দেশি অস্ত্র (চাপাতি ও ছুরি), একটি শটগানের বাটস্টক, একটি হকি স্টিক, ৩০৪০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, চার লিটার বিদেশি মদ, দুটি ইলেকট্রিক শকার, অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত ১৩টি মোবাইল ফোন ও তিনটি ওয়াকিটকি।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও কিছু লুকানো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সেনাবাহিনীর সদস্যরা আটক চারজন ও উদ্ধারকৃত সামগ্রী আশুলিয়া থানায় হস্তান্তর করেন।
সেনা ক্যাম্পের এক কর্মকর্তা বলেন, অবৈধ অস্ত্রের ফায়ারিংয়ের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করা একটি চক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়েছে। তাঁদের গ্রেপ্তারের পর গাজীরচট এলাকায় এখন স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ ফিরে এসেছে।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    