নেত্রকোণায় বিএনপির পদবঞ্চিত নেতাদের নতুন সংগঠন ‘বিএনপি পরিবার’
 
                                        নেত্রকোণার আটপাড়া উপজেলা বিএনপির কমিটিতে স্থান না পাওয়া নেতা-কর্মীদের নিয়ে ‘আটপাড়া বিএনপি পরিবার’ নামে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ অক্টোবর ৩০১ সদস্যের এই কমিটি গঠিত হয়। এতে আহ্বায়ক করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. খায়রুল কবীর তালুকদারকে এবং সদস্য সচিব হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন শেখ।
এই কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাভুরকাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন আমির খসরু স্বপন।
আরও পড়ুন: বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট আবার ফিরবে: তামিম ইকবাল
আলোচনায় বক্তব্য দেন আহ্বায়ক মো. খায়রুল কবীর তালুকদার, সদস্য সচিব আহম্মদ হোসেন শেখ, যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, মোতাহার হোসেন খান, মোর্শেদ হাবীব ভুঁইয়া জুয়েল, এম.জি. হায়দার, মো. নূরুল ইসলাম, মাহমুদুল হাসান, মো. সুমন মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১১ বছর পর গত ১৭ মে আটপাড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলেও ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অনেককেই নতুন কমিটিতে স্থান দেওয়া হয়নি। তাঁদের মতে, এটি একটি “পকেট কমিটি”। সেই বঞ্চিত ও আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের নিয়ে ‘আটপাড়া বিএনপি পরিবার’ নামে নতুন সংগঠন গঠন করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ
সাবেক যুবদল নেতা মো. সুমন মিয়া বলেন, “গত ১৭ বছরে যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে হামলা-মামলার শিকার হয়েছেন, তাঁদের অনেকেই নতুন কমিটিতে বাদ পড়েছেন। এতে হতাশা সৃষ্টি হওয়ায় আমরা নতুনভাবে ঐক্যবদ্ধ হয়েছি।”
আহ্বায়ক খায়রুল কবীর তালুকদার বলেন, “আটপাড়া উপজেলা বিএনপির পকেট কমিটি করা হয়েছে। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাইরে রেখে কমিটি দেওয়ায় আমরা ‘আটপাড়া বিএনপি পরিবার’ নামের সংগঠন করেছি। সাতটি ইউনিয়নে ইতিমধ্যে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। সামনে জাতীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করব।”
চলমান এই নতুন সংগঠন স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে জানা গেছে।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    