ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

র‌্যাব পরিচয়ে মিনিবাসে ডাকাতির আসামী গ্রেপ্তার

Sanchoy Biswas
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:১৭ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে র‌্যাব পরিচয়ে মিনিবাসে ডাকাতির ঘটনার মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আটককৃতের নাম মো. নয়ন সিকদার (৩২)।

সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে রাজধানী ঢাকার কোতয়ালী থানার ইংলিশ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে পটুয়াখালী জোলার মির্জাগঞ্জ উপজেলার মাদবখালী গ্রামের প্রয়াত আনসার সিকদারের ছেলে। র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

তিনি জানান, ঘটনার প্রায় ১১ মাস পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার ইংলিশ রোড এলাকায় অভিযান চালান র‌্যাবের একটি আভিযানিক টিম। এ সময় ওই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নয়ন সিকদারের বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র ও দস্যুতা মামলা রয়েছে। তাকে জেলার সিরাজদীখান থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ

প্রসঙ্গত: গত ২৪ সালের ১৬ নভেম্বর দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার দ্বিতীয় ধলেশ্বরী সেতুর টোল প্লাজা সংলগ্ন এক্সপ্রেসওয়েতে যাত্রীবোঝাই মিনিবাসের গতিরোধ করে ৬-৭ জনের একটি দল র‌্যাব পরিচয়ে গার্মেন্ট ব্যবসায়ী রানা তালুকদারকে হ্যান্ডকাপ পরিয়ে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসে ব্যবসায়ীকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনখালী এলাকা ফেলে রেখে যায়। এ সময় তার সঙ্গে থাকা ৩০ লাখ ১১ হাজার টাকা লুটে নেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ১৮ নভেম্বর সিরাজদীখান থানায় মামলা দায়ের করেন ওই গার্মেন্ট ব্যবসায়ী।