বিকেলেই অন্ধকার নেমে এলো ঢাকায়, মাসের শুরুতেই মুষলধারে বৃষ্টি
রাজধানী ঢাকায় নভেম্বরের প্রথম দিনেই নেমে এলো ঝুম বৃষ্টি। শনিবার (১ নভেম্বর) বিকেল গড়াতেই আকাশ কালো মেঘে ঢেকে যায়, আচমকাই নেমে আসে সন্ধ্যার মতো অন্ধকার। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি, যা স্থায়ী হয় বেশ কিছু সময়।
হঠাৎ নেমে আসা বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসফেরত সাধারণ মানুষ। অনেকে ছাতা বা রেইনকোট ছাড়া ভিজে বাড়ি ফেরেন। সড়কে দেখা যায়, গাড়িগুলোর হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। রাজধানীর পাশাপাশি টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়ও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে যুবক নিহত, আটক ২
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: হঠাৎ ঝুম বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী





