তফসিল ৩০ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করতে হবে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জাতীয় ঐক্যের স্বার্থে এখনো সংবেদনশীল বিষয়গুলো নিয়ে সরগরম মন্তব্য না করলেও নির্বাচন তফসিল ঘোষণা দ্রুত শেষ করার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনকে ৩০ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে।
শনিবার (৮ নভেম্বর) ছাত্রদলের আয়োজনে রাজধানীর কাকরাইল এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন এ দাবি জানান। তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলমান থাকলেও বর্তমান শাসকদল সেই লক্ষ্যে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি এবং আওয়ামী লীগের রাজনীতি তিনি মিথ্যার রাজনীতিতে আখ্যায়িত করেন।
আরও পড়ুন: দলীয় স্বার্থ নয়, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব: তারেক রহমান
সালাহউদ্দিন আরও বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হবে না—তার বিপরীতে বিএনপি মানুষের চাহিদার প্রতি সমর্থন জানিয়ে এসেছে। তিনি সমালোচনা করে বলেন, কোন কোনো দল অন্যকে রেফারি বানানোর চেষ্টা করছে, যা গ্রহণযোগ্য নয়; নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার সীমারেখাই সরকারের কর্তব্য।
সভায় তিনি ভোটের অধিকার ও জীবিকার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক করে বলেন, মানুষের বেঁচে থাকার প্রশ্নে ন্যায্য দাবিকে উপেক্ষা করা হবে না। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা না রেখে মাঝখেলার রেফারির ভূমিকায় রাখার প্রস্তাবে খণ্ডন জানান।
আরও পড়ুন: খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
বক্তব্যে সালাহউদ্দিন দলীয় অবস্থান স্পষ্ট করে বলেন, বিএনপি আলোচনায় সমন্বয়ের পক্ষপাতী, তবে নির্বাচন নিশ্চিত করতে রেফারির ভূমিকায় কোনো দলকে মেনে নেওয়া যাবে না। তিনি জনগণের স্বার্থেই দ্রুত ও স্বচ্ছভাবে তফসিল ঘোষণা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।





