বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায়, এটিএম আব্দুল বারী ড্যানী

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:১৯ পূর্বাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামীলীগের পতন ঘটিয়েছে, কারণ তারা নির্বাচন চায়, একটি নির্বাচিত সরকার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।

সোমবার দুপুরে নেত্রকোনা পৌর এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় বিএনপির মনোনয়ন দৌড়ে জয়ী শকু

এসময় তিনি আরও বলেন, যারা সংসদ নির্বাচনের আগে গণ-ভোট চায়, সংসদে পি-আর পদ্ধতি চায় তাদের কুকীর্তির কথা এদেশের মানুষ আজও ভুলে নাই। তারা মুক্তিযুদ্ধের সময় পরাজিত হয়েছিল, আগামী ২৬সালের নির্বাচনেও পরাজিত হবে। একাত্তরে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের পরাজিত করেছিল। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে তাদের আবারো পরাজয় নিশ্চিত। আমরা সকলেই ঐক্যবদ্ধ রয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা লিফলেট বিতরণ করছি। সাধারণ মানুষের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিজয় নিয়ে ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন, বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, যুবদল নেতা মাহিদ হাসান আনসারীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: সুনামগঞ্জ ১ আসনে আনিসুল ৩ কয়ছর ৫ মিলন