পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেফতার ২১

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৪১ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা চরে কাকন বাহিনীর বিরুদ্ধে পুলিশের নেতৃত্বে র‍্যাব ও এপিবিএন সদস্যদের সমন্বয়ে বিশেষ অভিযান শুরু হয়েছে। রোববার (৯ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।

সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে অংশ নেয় প্রায় ১ হাজার ২০০ সদস্য।

আরও পড়ুন: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মীর মৃত্যু, আহত অর্ধশত

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, অভিযানে এখন পর্যন্ত ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, পদ্মার চরে কাকন বাহিনীর গুলি করে মানুষ হত্যা, অপহরণ, চাঁদাবাজি, বালু ও ফসল লুটের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: ড. মঈন খান

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর খড় কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন নিহত হন। এর পর থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং কাকন বাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।