ফুলবাড়িয়ায় বাসে আগুনে দগ্ধ হয়ে চালকের মৃত্যু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:০৪ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে বাসচালক জুলহাস মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে।

আরও পড়ুন: জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, গভীররাতে আলম এশিয়া পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তেই পুরো বাসটি পুড়ে যায়। ঘটনাস্থল থেকে দগ্ধ চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিসংযোগের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত