হবিগঞ্জে পাখি শিকারীদের কবল থেকে ৩৫টি ঝুট শালিক উদ্ধার, আকাশে অবমুক্ত

Sanchoy Biswas
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫১ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটের হাওরে পাখি শিকারীদের কবল থেকে ৩৫টি ঝুট শালিক উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় পাখিগুলো আকাশে অবমুক্ত করা হয় এবং শিকারের ব্যবহৃত জালসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়।

চুনারুঘাট পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জাহির মিয়া ও নির্বাহী সদস্য আজিজুল হক নাসির জানান, বিকেলে উপজেলার গোছাপাড়া হাওরের ধান ক্ষেতে ফাঁদ তৈরি করে শিকারীরা পাখি শিকার করছিল। বিষয়টি বন বিভাগকে অবগত করলে হবিগঞ্জ বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা মাহমুদ হোসেন সেখানে অভিযান পরিচালনা করেন এবং খাঁচা ভর্তি ৩৫টি ঝুট শালিক উদ্ধার করেন। শিকারীদের কাজে ব্যবহৃত জালসহ বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়। পরে স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পাখিগুলো আকাশে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন