অপরাধীদের কোনো ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরা: মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
আমি এমপি হলে মানুষের শান্তি, শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তার লক্ষ্যে কোনো অপরাধীদের ছাড় দেওয়া হবে না। সকলে মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরা — এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
গত সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের বাড়িতে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এ মন্তব্য করেন।
এ সময় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও বলেন, “গত ১৭ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে সঠিক তথ্য লিখতে পারেননি। নানাভাবে সাংবাদিকদের নির্যাতন ও হামলা-মামলার শিকার হতে হয়েছে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “রূপগঞ্জ গড়ার লক্ষ্যে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আমি যদি কোনো অপরাধ করি, আমার বিরুদ্ধেও লিখবেন। কেউ কোনো অন্যায় করলে সেটাও লিখবেন — সেটা আমার দলের হোক বা দলের বাইরে হোক। সোজা কথা, সন্ত্রাস, মাদক, জমি দখল, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সব ধরনের অপরাধমুক্ত রূপগঞ্জ গড়তে চাই। আর এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।”
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, বিএনপি নেতা নুরুন্নবী, মাইটিভি ও যায়যায়দিনের মকবুল হোসেন, বাংলাভিশন ও ইনকিলাবের হাজী খলিল সিকদার, বিটিভির এস. এম. শাহাদাত, জিটিভির আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, এশিয়ান টিভির শহিদুল্লাহ গাজী, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, নিউজ টোয়েন্টিফোর ও দিনকালের আলম হোসেন, এনটিভির শাকিল আহমেদ, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি, এটিএন নিউজের মোহাম্মদ পারভেজ, বাংলাবাজার পত্রিকার শ্রী দিপু চন্দ্র গোপসহ আরও অনেকে।





