পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি, শীতের আমেজ বাড়ছে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হিমালয়ের পাদদেশে শীতের আমেজ ধীরে ধীরে বাড়ছে পঞ্চগড়ে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

আরও পড়ুন: তারেক রহমানের হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়ার দুইটি আসনের সমস্যা সমাধান

গত কয়েক দিনে তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। সোমবার ১৬ দশমিক ৫ ডিগ্রি থেকে বুধবারে তা নেমে আসে ১২ দশমিক ৮ ডিগ্রিতে। আজ সামান্য বেড়ে ১৩ দশমিক ৪ ডিগ্রিতে পৌঁছেছে। সকালে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকায় চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। সূর্য উঠলে কিছুটা স্বস্তি মিললেও সন্ধ্যা নামলেই আবার ঠান্ডা অনুভূত হচ্ছে।

নিম্নআয়ের শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। কেউ কেউ কাজের ফাঁকে আগুন পোহাতে দেখা গেছে। স্থানীয় দিনমজুরদের মতে, শীতের কারণে সকালে কাজ করা কষ্টকর হয়ে পড়ছে, কিন্তু জীবিকার তাগিদে থেমে থাকাও সম্ভব নয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় কৃষকদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জানান, হিমালয়ের দিক থেকে প্রবাহিত ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা আরও কমতে পারে। চলতি মাসের শেষ দিকে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।