নদীর ঘাটে নিকলীতে যাত্রীবাহী ট্রলারে আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪৯ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, ফলে ট্রলারটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে।

স্থানীয়দের জানান, নৌকার মালিক মো. আবুল কালামের ইঞ্জিনচালিত ট্রলারটি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা নৌকায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এই সময় ঘাটে থাকা আবুল কালামের ভাই বাচ্চু মিয়ারের আরেকটি নৌকার আংশিক অংশও পুড়ে যায়।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

নৌকার মালিকদের দাবি, দুইটি নৌকার ক্ষতি মিলিয়ে প্রায় দুই লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি, থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে