আসামির বক্তব্যে ক্ষুব্ধ আদালত, আরএমপি কমিশনারকে শোকজ
রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেফতার আসামিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছেন আদালত। শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নোটিশ জারি করেন। একই সঙ্গে কমিশনারকে আগামী ১৯ নভেম্বর স্ব-শরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ নভেম্বর রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকার ‘স্পার্ক ডিউ’ অ্যাপার্টমেন্টে দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও একইভাবে আহত করে গুরুতর জখম করা হয়। ঘটনার পরপরই অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেফতার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
শোকজ নোটিশে বলা হয় বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে, পুলিশি হেফাজতে থাকা লিমন মিয়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করেছেন।
আদালত মনে করে, এটি উচ্চ আদালতের একাধিক নির্দেশনা—বিশেষ করে ‘আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র, ৩৯ বিএলডি ৪৭০’ মামলায় প্রদত্ত নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। সেই কারণে আরএমপি কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এবং বিষয়টির ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে





