ঈশ্বরগঞ্জে ব্যাপক গণসংযোগ বিএনপির মনোনয়ন প্রার্থী মাজেদ বাবুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ (বাবু)। প্রতিদিনই তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার, গ্রামপাড়া ও পাড়া-মহল্লায় গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। ভোটারদের মন জয় করতে ঘরোয়া বৈঠক, পথসভা ও সরাসরি কুশল বিনিময়ের মাধ্যমে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ে মাঠে নেমেছেন তিনি।
জানা যায়, মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রকৌশলী মাজেদ বাবু দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এলাকার সাধারণ ভোটারদের কাছে তিনি বিএনপির উন্নয়ন ভাবনা ও বর্তমান সময়ের রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন। পাশাপাশি দীর্ঘদিনের অবহেলিত এলাকার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা খাত শক্তিশালীকরণসহ নানামুখী প্রতিশ্রুতি উপস্থাপন করে সমর্থন কামনা করছেন।
আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে
গণসংযোগে অংশ নেওয়া বিএনপির স্থানীয় নেতারা জানান, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ একজন শিক্ষিত, সৎ ও উন্নয়নমুখী নেতা হিসেবে এলাকায় ইতোমধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তরুণ ভোটারদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বেশি। তিনি অতীতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি আস্থা তৈরি হয়েছে। এজন্য গণসংযোগে উপস্থিত মানুষের ভিড় দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ সময় প্রকৌশলী মাজেদ বাবু বলেন, “ঈশ্বরগঞ্জবাসী পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। আমি জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করতে চাই। এলাকার অবহেলিত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসা খাতসহ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “ উন্নয়নের দিকে ঈশ্বরগঞ্জ আশেপাশের উপজেলা থেকে অনেক পিছিয়ে । গত ১৭ বছর বহিরাগত মানুষ এমপি হওয়ার কারণে ঈশ্বরগঞ্জে কোনো উন্নয়নের ছোঁয়া না লাগায় মানুষ আজ বঞ্চিত, ক্ষুব্ধ এবং পরিবর্তনের অপেক্ষায়। জনগণ আমাকে সুযোগ দিলে ঈশ্বরগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করবো।”
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
গণসংযোগের সময় বিভিন্ন বয়সী মানুষ তাঁকে আগামী নির্বাচনে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন বলে জানা গেছে। অনেকেই বলেন, এলাকায় একটি সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন, যা পূরণ করতে পারবেন প্রকৌশলী মাজেদ বাবু। তাঁর সুপরিকল্পিত উন্নয়ন ভাবনা ও বিনয়ী আচরণ ভোটারদের কাছে ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে।
উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ শেষে রাতেও তিনি ঘরোয়া বৈঠকে অংশ নিচ্ছেন। বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাদের মতে, ময়মনসিংহ-৮ আসনে এ বছরের oনির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আর সেখানে শক্ত অবস্থানে রয়েছে বিএনপির এই তরুণ প্রার্থী।





