১৯ মাসের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
রংপুরে ১৯ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি মো. রাব্বী (২০)–কে গ্রেফতার করেছে র্যাব-১৩। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা পঞ্চায়েতপাড়ার জিয়াউর রহমানের ছেলে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
এর আগে, রবিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বসনিয়াপাড়ার একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে আসামিকে আটক করে র্যাব।
মামলার এজাহারের বরাত দিয়ে র্যাব জানায়, গত ৩১ জুলাই বিকেলে শিশুটি নিজের বাড়ির সামনে খেলাধুলা করছিল। এসময় আসামি রাব্বী চকলেটের লোভ দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্না শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।
আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ
ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা করেন। মামলার পরপরই র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে রাব্বীকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।





