মাধবপুরে আ.লীগ নেতা হেলাল গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. হেলাল উদ্দিন (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মাধবপুর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
স্থানীয় সূত্রের দাবি, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার আমলে হেলাল উদ্দিন দলীয় প্রভাব ব্যবহার করে বিভিন্ন সময় মানুষকে হয়রানি, মিথ্যা মামলায় জড়ানোসহ নানা অনিয়মে জড়িত ছিলেন। এছাড়া গ্রামে তাকে মাদকচক্রের প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয় বলেও স্থানীয়দের দাবি।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. শহীদ উল্যা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট ছাত্র ও জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে হেলাল উদ্দিনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার





