বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কোরআন খতম
গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর আয়োজনে আজ রবিবার বাদ যোহর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গণতন্ত্র মানে এই নয় যে, যা ইচ্ছে বলবো: মঈন খান
দোয়া মাহফিলে অংশ নেন— ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আনম মনোয়ারুল কাদির বিটু, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।
দোয়া পরবর্তী বক্তব্যে ডাঃ আউয়াল বলেন, "নব্বই ও চব্বিশ দুই গণঅভ্যুত্থানেই মূল চালিকাশক্তি ছিলেন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ত্যাগের কারণে উনি শুধু বিএনপি'র না; এখন সমগ্র বাংলাদেশেরই অবিসংবাদিত অভিভাবক।"
আরও পড়ুন: ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— ডাঃ রেজওয়ান তাহসিন সীমান্ত, ডাঃ ওয়ারা সালেহ সিফাত, ডাঃ আব্দুর রাজ্জাক, ডাঃ ফিরোজ, ডাঃ প্রিন্স, ডাঃ হেলাল, ডাঃ আমিনুর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রধান, নার্সিং কলেজ ছাত্রদল নেতা সাগর, সোহাগ, রনি, রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মসজিদের খতিব বলেন, “একজন মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের সুস্থতা কামনা করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। আজ তিনি অসুস্থ। দেশের কল্যাণে তাঁর সুস্থতা প্রয়োজন। আসুন, দেশনেত্রী’র জন্য আমরা সবাই দোয়া করি।”
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকাল থেকে বিএমইউ জামে মসজিদে পবিত্র কোরআন খতম করা হয়।





