মুন্সীগঞ্জে থানা থেকে লুট হওয়া শর্টগান-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

Sadek Ali
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:১২ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৯ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সেনাবাহিনীর অভিযানে জুলাই গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া শর্টগান ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম এ এস এম সোহেল রানা খাঁন (৪৬)। শনিবার দিনগত রাতে জেলা সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া আনন্দপুর এলাকা থেকে ওই যুবককে ১ টি শর্টগানসহ গ্রেপ্তার করে। 

পরে ওই রাতে একই ইউনিয়নের আশুরান গ্রামের একটি বাড়িতে তল্লাসি চালিয়ে এক রান্ড কার্তুজ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সোহেল আমঘাটা ইউনিয়নের আমঘাটা গ্রামের দৌলত খাঁন মাষ্টারের ছেলে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

 সদর থানা আর্মি ক্যাম্প জানায়, শনিবার রাত ৭ টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেন সেনা সদস্যরা। অভিযান চলাকালে চরডুমুরিয়া আনন্দপুর গ্রাম থেকে ওই শর্টগানসহ যুবক সোহেলকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে একই ইউনিয়নের আশুরান গ্রামের রতন দেওয়ানের বাড়িতে অভিযান চালান। এ সময় রতন দেওয়ানের বসতঘর তল্লাসি করে এক রাউন্ড কার্তৃূজ পাওয়া যায়। তবে এ সময় রতন দেওয়ানকে পাওয়া পায়নি।

 মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, শনিবার মধ্যরাত ১২ টার দিকে উদ্ধার হওয়া শর্টগান ও কার্তুজসহ গ্রেপ্তারকৃতকে সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। অস্ত্র উদ্ধারের ঘটনায় ররিবার দুপুরে গ্রেপ্তারকৃতসহ ৩ জনের নাম উল্লেখ করে সদর থানা মামলা রুজু করা হয়েছে। 

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

তিনি আরো জানান, উদ্ধার হওয়া শর্টগান গত বছরের ৫ আগষ্ট মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট করা বলে শনাক্ত করা হয়েছে।