নরসিংদীতে মিশুক চালককে জবাই করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৫ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় এক মিশুক চালককে গলাকেটে হত্যা করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা করেছে দূর্বৃত্তরা। 

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বদরপুর গ্রামের বদরপুর ব্রীজ এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত মিশুক চালক শাহাদাত হোসেন (১৩) রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের দক্ষিণ পূর্বপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহাদতের বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সংসারের অভাব অনটন দূর করতে পড়াশোনার পাশাপাশি শাহাদাত ও তার বড়ভাই ইয়াসিন মিলেমিশে মিশুক চালাতেন। ঘটনার দিন শাহাদাত আদিয়াবাদ স্কুলের সামনে থেকে ভাড়া নিয়ে বদরপুর ব্রীজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করলে সে ব্রীজ থেকে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, মিশুক ছিনতাইয়ের উদ্দেশ্যে না-কি অন্যকিছু তা এখন বলা যাচ্ছে না। নিহত কিশোরের সঙ্গে কারও পূর্বশত্রুতা আছে কি-না আসামী গ্রেফতারের পর তা জানা যাবে। নিকটস্থ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আসামী গ্রেফতার হলেই ঘটনার মূল কারণ জানা যাবে।