নরসিংদীতে জাল টাকা উদ্ধার, নারীসহ আটক ২
নরসিংদী সদর উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা সহ দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার তথ্যটি নিশ্চিত করেন।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
আটককৃতরা হলেন, নরসিংদী পৌরশহরের উত্তর সাটিরপাড়া এলাকার মো. কারিম হোসেনের ছেলে মোঃ মুরাদ হোসন এবং একই এলাকার সোহেল রানার স্ত্রী সুমাইয়া আক্তার ওরফে সোনিয়া (৩০)। এসময় তাদের কাছ থেকে ৫৪০০০ (চুয়ান্ন) হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল নরসিংদী পৌরশহরের উত্তর সাটিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে চুয়ান্ন হাজার টাকার জাল নোটসহ দুই প্রতারককে আটক করতে সক্ষম হন। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা যায়।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার





