নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Sadek Ali
নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩২ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় রমেজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার  দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) সিএনজি স্টেশন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রমেজা খাতুন নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের মৃত সুদন মিয়ার স্ত্রী।

আরও পড়ুন: কাশিয়ানীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহাযজ্ঞ

প্রত্যক্ষদর্শীরা জানান, রমেজা খাতুন কিছুদিন পূর্বে ওমরা হজ পালন করে এসেছেন। আজ দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ডিস্ট্রিক্ট ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নবীনগর থানার (ওসি) শাহিনুর ইসলাম বলেন, 'ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।  ট্রাকটিকে জব্দ করা হলেও ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের পরিবারের লোকজন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

আরও পড়ুন: টঙ্গীতে পরিত্যক্ত কার্টুন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার