কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. মমদুদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাজারস্থ তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারনামীয় আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে ২ কোটি টাকায় নির্মিত হলো শতাদিক পাকা গ্রামীণ সড়ক
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।





