ময়মনসিংহ হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১৪-এর পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
আরও পড়ুন: আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর
র্যাব সূত্র জানায়, ভালুকায় সংঘটিত ওই হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। প্রাথমিক তদন্ত ও তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৪ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে।
আরও পড়ুন: বিএনপি নেতার ঘরে আগুন, দগ্ধ হয়ে শিশুর মৃত্যু
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।





