খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
মুন্সীগঞ্জ হাজার পরিবারে বিএনপির শীতবস্ত্র বিতরণ
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে দোয়া-মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকার ১ হাজার দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ আয়োজন করে।
আরও পড়ুন: শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৮
এ সময় প্রধান অতিথি মো. মহিউদ্দিন বলেন, বিএনপি গণমানুষের দল। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সকল সংকটে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা থেকেই শীতবস্ত্র বিতরণ করা হলো। এ কার্যক্রম আরও চলবে বলে জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এছাড়া জেলা বিএনপি সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের রোগমুক্তিও কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য মো. শহীদুল ইসলাম শহীদ কমিশনার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, শহর বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. শাহীন মিয়া, পঞ্চসার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মতিন, চরকেওয়ার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মিজি, শহর যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক, যুবদল নেতা মো. নিজাম উদ্দিন প্রমুখ।
আরও পড়ুন: পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ





