জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেটের জৈন্তাপুরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত দরবস্ত বাজারস্থ হাজী মহসিন কমপ্লেক্সের নিচতলার পশ্চিম পাশের ২ নম্বর দোকানে অভিযানটি পরিচালনা করে।
আরও পড়ুন: কাপাসিয়ায় আড়াই হাজার ফুলকপি কেটে দিয়েছে দুর্বৃত্তরা, কেমন শত্রুতা!
এ সময় অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল জব্বার (২৮), পিতা—মৃত জহির উদ্দিন, সাং—ফান্দু, থানা—জৈন্তাপুর; জিসান (২০), পিতা—মৃত কয়ছল, সাং—রামপ্রসাদ, থানা—জৈন্তাপুর এবং মারুফ আহমদ (২৬), পিতা—আব্দুল মোছাব্বির, সাং—লাউবিল জুলই, থানা—গোয়াইনঘাট, জেলা—সিলেট।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আটক তিন মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
আরও পড়ুন: নোয়াখালী-৫: ফখরুল ইসলামের পক্ষে বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধতা প্রকাশ
তিনি আরও বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





