রাজশাহীতে হাড়কাঁপানো ঠান্ডা, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে
রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েছে, তাপমাত্রা মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় নেমে এসেছে মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশা কম থাকলেও হাড়কাঁপানো হাওয়ায় শহর-গ্রামবাসী সবখানেই শীতের প্রকোপ বেড়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৯ দশমিক ৫ ডিগ্রি। এ দুই তাপমাত্রার ব্যবধান ছিল মাত্র সাড়ে ৮ ডিগ্রি। তবে শুধু সর্বনিম্ন তাপমাত্রার পতনের কারণে শীত আরও তীব্র অনুভূত হচ্ছে। মঙ্গলবার সূর্যোদয় হওয়ার কথা ছিল ভোর ৬টা ৪৭ মিনিটে, কিন্তু সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
আরও পড়ুন: শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, সকালেই বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। ফলে কনকনে হাওয়ায় মানুষের শরীরে শীতের শিহরণ আরও তীব্রভাবে ছড়িয়ে পড়ছে।
দিনমজুর ও খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। স্থানীয় রিকশাচালক আব্দুল কুদ্দুস জানান, সকাল-বিকেল হাতের মতো শরীরও জমে যায়। কিন্তু না বের হলে পেট চলবে না। এত শীতে রাস্তায় টেকা যাচ্ছেনা।
আরও পড়ুন: খতনা করাতে হাসপাতালে গিয়ে সাত বছরের শিশুর মৃত্যু, চিকিৎসকের অবহেলার অভিযোগ
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, সকাল ৬টায় তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। আর্দ্রতার কারণে মানুষ আরও বেশি শীত অনুভব করছেন।
শীতের এই তীব্রতা আগামী কয়েকদিনও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ভোর ও সন্ধ্যার সময়।





