কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির চেয়ারপার্সন, বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারি মঙ্গলবার বাদ আছর কড়িহাতা ইউনিয়ন বিএনপির ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
আরও পড়ুন: নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আয়োজিত দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুতফুর রহমান। সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের প্রাক্তন চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আসম হান্নান শাহ ও নাহিদ হান্নানের রুহের মাগফিরাত কামনা করা হয়। মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম মোঃ মাওলানা মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪





