মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত
বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে অস্থিরতা আবারও প্রাণঘাতী রূপ নিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘর্ষের জেরে সীমান্তের এপারে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার (১০ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ, আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে ছোড়া গুলিই বাংলাদেশ ভূখণ্ডে এসে লাগে বলে স্থানীয়রা দাবি করেছেন।
আরও পড়ুন: মোহনগঞ্জে বিকাশের টাকা উদ্ধার
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় কিশোরীটি সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এসময় হঠাৎ একটি গুলি এসে তার শরীরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, রাখাইনে সংঘর্ষ শুরু হলেই সীমান্তবর্তী বাংলাদেশি গ্রামগুলোতে নিরাপত্তাহীনতা বাড়ে। এর আগেও গোলাগুলির শব্দ ও মর্টার শেলের বিস্ফোরণে সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন: পরিত্যক্ত গরুর খামার থেকে রাশিদুলের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।





