নেত্রকোণায় ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের শীতবস্ত্র বিতরণ
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় নেত্রকোণার পূর্ব কাটলি এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক সাঈফুর রহমান। তিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজ।
আরও পড়ুন: গণভোটের পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে ক্বেফায়া: সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা
অনুষ্ঠানে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য মল্লিক নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও রোভার স্কাউটসের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর কামাল এছাড়া স্বপন ও সিফুলসহ সংশ্লিষ্টরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: সুষ্ঠ ভোটের কোনো সম্ভাবনা আমরা দেখিনা: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।





