নেত্রকোণায় ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের শীতবস্ত্র বিতরণ

Sadek Ali
হৃদয় রায় সজীব, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪২ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় নেত্রকোণার পূর্ব কাটলি এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক সাঈফুর রহমান। তিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজ।

আরও পড়ুন: গণভোটের পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে ক্বেফায়া: সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা

অনুষ্ঠানে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য মল্লিক নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও রোভার স্কাউটসের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর কামাল এছাড়া স্বপন ও সিফুলসহ সংশ্লিষ্টরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: সুষ্ঠ ভোটের কোনো সম্ভাবনা আমরা দেখিনা: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।