আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা
ছবিঃ সংগৃহীত
নির্বাচন কমিশনে দাখিলকৃত আপিল খারিজ হওয়ায় ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিক দ্বৈত নাগরিকতার অভিযোগে আপিল দাখিল করেছিলেন। শুনানি শেষে নির্বাচন কমিশন এই আপিল খারিজ করেছে।
আরও পড়ুন: ২৪-এর বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, ১২ ফেব্রুয়ারি বিপ্লব হবে ব্যালটের
এতে মনোনয়ন সংক্রান্ত সব আইনি বাধা দূর হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে মিন্টুর সমর্থকরা বলেন, নির্বাচন কমিশনের এ রায় ন্যায়বিচারের প্রতিফলন।





