‘মহামান্য’ কে ‘মাননীয়’ করেছিলেন তিনি
সাল ২০১৪। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে বাংলাদেশ থেকে ১০০ সদস্যের একটি তরুণ প্রতিনিধি দল ভারত সফর করে। সেই দলের একজন সদস্য ছিলাম আমি।
আট দিনের সেই সফরে একদিন ছিল রাইসিনা হিলের রাষ্ট্রপতি প্রাসাদে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। সফরের নিয়ম অনুযায়ী প্রতিনিধি দলের পক্ষ থেকে দুজন বক্তব্য রাখবে। একজন ইংরেজিতে আর একজন বাংলায় (যেহেতু রাষ্ট্রপতি বাঙালি আর আমরা বাংলাদেশ থেকে গিয়েছি)। দলের সিদ্ধান্ত অনুযায়ী বাংলায় বক্তব্য রাখার ভার পরে আমার ওপর।
আরও পড়ুন: প্রেস সচিবের ফেসবুক পোস্টে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ
নির্দিষ্ট দিনে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পর রাষ্ট্রপতির সচিবদের একজন আমার কাছে জানতে চাইলেন, বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতিকে আমি কি বলেন সম্বোধন করবো?
বললাম, মহামান্য রাষ্ট্রপতি...
আরও পড়ুন: রিপন মিয়াকে ঘিরে তুমুল বিতর্ক: ভাইরাল সংবাদের আড়ালে কোথায় সত্য?
আমরা কথা শুনে রাষ্ট্রপতির সচিব ডানে-বামে মাথা ঝাঁকান।
আমি প্রমাদ গুনি। কি ভুল করলাম! রাষ্ট্রপতিকে মহামান্য বলাটাই তো রীতি জানি।
সচিব বললেন, আগের রীতি তেমনটাই ছিল। কিন্তু প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ার পরে সম্বোধনে পরিবর্তন এনেছেন তিনি। ‘মহামান্য’ নয় রাষ্ট্রপতিকে সম্বোধন করতে হবে ‘মাননীয়’ হিসেবে। সচিব জানালেন, রাষ্ট্রপতি পদকে জনগনের আরও কাছাকাছি নেওয়ার জন্য এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
আজ প্রণব মুখার্জির মৃত্যুবার্ষিকী। প্রণব মুখার্জি ছিলেন প্রথম কোনো দেশের রাষ্ট্রপতি যার সাথে আমি সরাসরি কথা বলার সুযোগ পেয়েছিলাম। প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করি।
পলাশ মাহবুব
কথাসাহিত্যিক, নাট্যকার, টিভি অনুষ্ঠান নির্মাতা ও সাংবাদিক।





