ভোজ্যতেলের দাম বাড়ল, সোমবার থেকে কার্যকর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২০ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা ও ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৫৫ টাকায় বিক্রি হবে। নতুন এই দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধি করার তথ্য জানায়।

আরও পড়ুন: ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ: সারাহ কুক

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার দাম ৬ টাকা বৃদ্ধি পেয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেলের প্রতি লিটার দাম ৭ টাকা বৃদ্ধি পেয়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯৫৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন: বিটিআরসি ঘেরাও, কর্মকর্তারা অবরুদ্ধ

এর আগে পূর্ব ঘোষণা ব্যতীত এককভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোর কারণে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গত ৩ ডিসেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়টি উল্লেখ করেছিলেন।