অফিসে সিম্পল লুকে থাকবেন যেভাবে

Shakil
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২২ | আপডেট: ৪:১৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২২

আপনি চাইলেই অফিসে যেকোনো ধরনের পোশাক পরে যেতে পারবেন না। অফিসের পোশাক হওয়া চাই রুচিশীল ও মার্জিত শালীনতাসম্পন্ন। আর এই ভ্যাপসা গরমের অফিসের সাজসজ্জাটা হওয়া দরকার খুব সিম্পল। অনেক নারী এ সময়ে পোশাক এবং সাজ নিয়ে একটু চিন্তিত থাকেন। এই গরমে কেমন হবে আপনার অফিস লুক তা নিয়েই আমাদের আজকের আয়োজন।

  হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন। অফিসে খুব রঙচঙে পোশাক না পরাই ভালো। কুর্তি, টপস কিংবা কামিজ অথবা কাফতান পরিধান করতে পারেন। এতে করে দেখতে স্মার্ট লাগবে। সেক্ষেত্রে হালকা রঙের সুতির কাপড় বেছে নিন। এতে করে গরমে পাবেন আরাম এবং স্বস্তি।

আরও পড়ুন: ১০টি কাজ যা আত্মবিশ্বাসী মানুষরা কখনোই করে না

 গরমে মেকআপ এমনিতেই ঠিক থাকে না। তাই এই সময় অফিসে ভারী মেকআপ না করে যাওয়াই ভালো। সাজের ক্ষেত্রে মুখে হালকা ফাউন্ডেশন এবং ফেসপাউডার ব্যবহার করলে ভালো লাগবে।

 চোখে মাশকারা, কাজল বা আই লাইনার আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগালেই আপনার অফিসের সাজ পূর্ণতা পাবে।

আরও পড়ুন: ঘরেই তৈরি করুন সুস্বাদু ফুলকপির বড়া

 সুগন্ধি ব্যবহার করতে ভুলবেন না। ভালো কোনো ব্র্যান্ডের ডিউডোরেন্ট বা পারফিউম ব্যবহার করুন।

 ছোট চুল হলে ছেড়েই রাখতে পারেন অথবা উঁচু করে ঝুটি করতে পারেন। এতে করে দেখতে সুন্দর লাগবে। চুল বড় হলে এক সাইড বেনি অথবা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকেও দিতে পারেন। এ ছাড়া বড় চুলে খোঁপা করলে দেখতে বেশ সুন্দর এবং স্মার্ট লাগে।

 হাতে ঘড়ি ব্যবহার করতে পারেন। পোশাকের সঙ্গে ম্যাচিং করে জুতো বাছাই করুন।

 কানে ছোট দুল এবং দুল এবং পাতলা একটা চেইন পরতে পারেন গলায়।