সাড়ে ২৬ ঘণ্টা পর কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নির্বাপণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে লাগা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে, জানিয়েছে ফায়ার সার্ভিস। বিকেলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ভবনের ভেতরে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। স্টিল ব্যবহারের কারণে তাপ দীর্ঘ সময় ধরে বজায় ছিল।
আরও পড়ুন: মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফায়ার সার্ভিসের পরিচালক আরও বলেন, ভবনের স্টোরঘরটি সংকীর্ণ এবং সেখানে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নেভাতে সমস্যা হয়েছিল। তবে ফায়ার সার্ভিসকে প্রবেশে বাধা দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি সতর্ক করে জানান, ভবনটিতে ফাটল দেখা দিয়েছে এবং এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া পরিবেশের ওপর সামান্য ঝুঁকি তৈরি হলেও তা গুরুতর নয়।
আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬, আহত আরও অনেকে
আগুনের ঘটনা ঘটে শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে, এবং প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।





