ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ, রাজধানীজুড়ে কড়া তল্লাশি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩২ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর তিতুমীর কলেজগেট, আমতলী মোড় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার আগের রাতেই এসব ঘটনা ঘটে।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে পৃথক তিনটি ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ।

আরও পড়ুন: ৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

এসআই আমজাদ জানান, রাতের ওই সময়ে মহাখালীর আমতলী মোড় এলাকায় এক দফা ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে তিতুমীর কলেজের সামনের গেটে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলগুলোতে পুলিশ অতিরিক্ত টহল ও তল্লাশি জোরদার করেছে।

আরও পড়ুন: কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটের প্রচেষ্টা

অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির ট্যাংকির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসের স্টাফরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনাতেও কেউ আহত হননি।

এর আগে রোববার সন্ধ্যার পর থেকে রাজধানীর গাবতলী, মিরপুর, মহাখালী, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

রায়কে ঘিরে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট বসিয়েছে।

রাতে সরেজমিনে ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি চেকপোস্ট চোখে পড়ে। সন্দেহভাজন কাউকে দেখলেই থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনও তল্লাশি থেকে বাদ থাকছে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন রয়েছে।

অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে রোববার থেকে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবির টহল দল মাঠে কাজ করছে।

এদিকে আজ (সোমবার) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

রায়কে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানী ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।