১৯ বস্তিতে মাদকের হাট
টঙ্গীর দুই থানার ওসিকে গাজীপুরের বাইরে বদলি
গাজীপুর মহানগরীর টঙ্গীতে একযোগে বদলি করা হয়েছে দুই থানার অফিসার ইনচার্জ (ওসি)। পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ওসিকে একইসঙ্গে বদলি করা হয়। রোববার (৩১ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বিষয়টি নিশ্চিত করে।
জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মহিউদ্দিন আহমেদ জানান, টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে এই বদলি করা হয়েছে।
আরও পড়ুন: ওসি নিয়োগের জন্য ১৩৬ পুলিশ পরিদর্শক একদিনে বদলি
এদিকে, হঠাৎ একইসঙ্গে দুই থানার ওসি বদলিকে ঘিরে এলাকাজুড়ে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। টঙ্গী একটি শিল্পাঞ্চল, বাণিজ্যকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ওসিদের সবসময় সক্রিয় থাকতে হয়। ঢাকার প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ এ দুই থানার ১৯টি বস্তিকে ঘিরে ছিনতাই, অপহরণ ও মাদকের বিস্তার রোধে পুলিশকে নিয়মিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।





