ডিএমপিতে বড় রদবদল
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারও বড় পরিসরে রদবদল করা হয়েছে। লালবাগ, মতিঝিল ও গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ১৩ জন ডিসিকে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ বদলি কার্যকর করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, বদলি হওয়া এই ১৩ কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
আরও পড়ুন: ঢাকার ৫০ থানার ওসিসহ ঊর্ধ্বতন ব্যাপক রদবদল
এদিকে একই দিনে ডিএমপি কমিশনার স্বাক্ষরিত আরও একটি পৃথক আদেশে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলামকে বদলি করে তাকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপিতে ধারাবাহিক রদবদলের অংশ হিসেবে এই প্রজ্ঞাপনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক দক্ষতা ও বিভাগীয় তৎপরতা বাড়াতে এসব পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: এবার লটারিতে ৫২৭ থানার ওসি নিয়োগ





